চট্টগ্রামে আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৯:১৪
চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত নগরের ফিশারীঘাটে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ প্রায় আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।
জব্দকৃত জাটকা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সমকালকে জানান, সরকার জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেন না অনেক জেলে। ফিশিরীঘাটে জাটকা ইলিশ বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়।