অন্ধ্রের শহরে, অজানা রোগ, হাসপাতালে ভর্তি ২০০-র বেশি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫

করোনার মধ্যে ভিন্ন রোগের আতঙ্ক অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে। সম্প্রতি ওই শহরের দুশোর বেশি বাসিন্দা খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। আর তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের কপালে।

সরকারি সূত্র মতে, শিশু এবং মহিলা-সহ ২২৮ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি। এর মধ্যে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ৭৬ জনকে। আক্রান্তরা বিভিন্ন বয়সের। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল, আক্রান্তরা সকলেই ইলুরু শহরেরই বাসিন্দা। এমনকি তাঁরা একসঙ্গে কোনও অনুষ্ঠানে যোগও দেননি। তার জেরে রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্ত চিকিৎসকরাও।

‘রহস্যজনক’ রোগের খবর পাওয়ার পর ইলুরুতে পাঠানো হয় চিকিৎসকদের একটি দল। তাঁরা ওই রোগের উপসর্গ খতিয়ে দেখেন। রোগীদের রক্তপরীক্ষাও করা হয়। তবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us