ভুয়া বিয়ে দেখিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড করিয়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তাদের এই লোভে পড়ে অনেকে বিপদে পড়েছেন। গ্রিনকার্ড পাওয়ার আশায় প্রতারক চক্রের হাতে অনেকে অর্থ খুইয়েছেন। এমনকি কাউকে কাউকে জেল-জরিমানার শিকার হতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন অনুযায়ী, একজন মার্কিন নাগরিক বিয়ের পর তার স্ত্রী-সন্তান, পিতা-মাতার জন্য আবেদন করতে পারেন। আবেদনের ছয় থেকে নয় মাসের মধ্যে তার কাছের স্বজনেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান। স্বল্প সময়ের মধ্যে পেয়ে যান গ্রিনকার্ড। কেউ কেউ অর্থের বিনিময়ে এই বৈধ পথকে অবৈধভাবে ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোটা অঙ্কের ডলারের বিনিময়ে একশ্রেণির লোভী মানুষ এভাবে প্রতারণা করে আসছে।