Petrol Diesel Price Today: লিটারে ₹৯০ ছাড়াল পেট্রলের দাম! আর ডিজেল? জানুন রবিবারের আপডেট...

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯

মূল্যবৃদ্ধির বাজারে বেলাগাম পেট্রল ও ডিজেলের দাম। রবিবারও এই দুই জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি (Petrol Diesel Price Today)। এই নিয়ে টানা পাঁচ দিন দেশজুড়ে তেলের দাম বাড়ল। আর শেষ ১৭ দিনের মধ্যে সংখ্যাটা সব মিলিয়ে ১৪ বার। সব মিলিয়ে গত ২ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে।

আজ কত বাড়ল পেট্রল ও ডিজেলের দাম?
এদিন দেশের প্রতিটি মেট্রো শহরেই পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলে দাম বেড়েছে ২৮ পয়সা। আর ডিজেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরিমাণ ২৯ পয়সা। অন্য শহরগুলিতেও বৃদ্ধির পরিমাণ প্রায় এক। উল্লেখ্য, স্থানীয় করের কারণে ভারতের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দর বিভিন্ন। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে পেট্রল ও ডিজেলের দাম সবথেকে বেশি। আজকের এই মূল্যবৃদ্ধির পরে দেশের বাণিজ্যিক রাজধানীতে প্রতি লিটার পেট্রলের দাম ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। দেশে বাকি শহরগুলিতেও এর দাম প্রতিদিন একটু একটু করে বাড়ছে। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৮৫ টাকা ছুঁইছুঁই করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us