You have reached your daily news limit

Please log in to continue


‘হিটলারের’ জয়ে হইচই নামিবিয়ায়

ভোটে জিতলেন হিটলার। আফ্রিকার দক্ষিণ প্রান্তের ছোট্ট দেশ নামিবিয়া। সেখানকার এক স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার উনোনা। তবে তার জয় নয় বরং তার নাম নিয়েই আলোচনা চলেছে দিনভর। ১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময়ে নামিবিয়ার হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। বিশ শতকের প্রথম গণহত্যা বলে উল্লেখ করা হয় সেই ঘটনাকে। তবু সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নায়কদের নামে রাখার রেওয়াজ রয়েছে। খবর ভারতীয় গণমাধ্যমের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন