তুরস্কে অবৈধভাবে বসবাসরত ২২ জন পাকিস্তানী নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইস্তানবুল থেকে একটি ফ্লাইটে করে এসব পাকিস্তানিকে ইসলামাবাদে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে ইসলামাবাদ টাইমস।
ইসলামাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জনের মধ্যে ১১ জন ইমিগ্রেশনের পর বিমানবন্দর ত্যাগ করেছে। এছাড়া বাকি ১১ জনকে এন্টি ত্রাফিকিং সেলে রাখা হয়েছে।