চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্লেস কলোনির মোড়ে টিএনটি অফিসে ছিল ২০ বেলুচ রেজিমেন্টের ক্যাম্প। এর কয়েক গজ দূরে ছিল জল্লাদখানা। এই জল্লাদখানা বর্তমানে পূর্ব পাহাড়তলী বধ্যভূমি হিসেবে পরিচিত।
মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রাম নগরীর অন্যতম এই বধ্যভূমিতে ১০ হাজারের বেশি বাঙালিকে হত্যা করা হয় বলে দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে দোহাজারী নাজির হাট ট্রেন হতে নামিয়ে বাঙালিদের এই জল্লাদখানায় এনে হত্যা করা হতো।