সোনালী ব্যাংকের নবম গ্রেডের লিখিত পরীক্ষা ১৪ ডিসেম্বর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:০১
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেডের ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর (৯ম গ্রেড) ’ স্টান্ডার্ড অ্যাপটিউট টেস্টের সময় সূচি ঘোষণা করা হয়েছে। ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের এ পরীক্ষা আগামী ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হাইস্কুল, বাংলাদেশ ব্যাংক কলোনি, মতিঝিল, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
গত ৩০ নভেম্বরে এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরাই স্টান্ডার্ড অ্যাপটিউট টেস্টে অংশ নেবেন। এমসিকিউ উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) পাওয়া যাবে। প্রার্থীদের স্টান্ডার্ড অ্যাপটিউট টেস্টের জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকি পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।