নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরসহ আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ও ২৩তম বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার এম আব্দুর রহিম,
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, এমএম অনিক, শাহ পরাণ, সাকিল, সোহাগ, সৌরভ, রফিক, জনি, সামিম, রাজসহ অনেকে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে ছিলাম।