ফরিদপুরের সেফহোম থেকে পালানো সাত কিশোরীর একজন উদ্ধার
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২৯
ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে পালিয়ে যাওয়া সাত কিশোরীর মধ্যে আসিয়া (১৪) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পরে শুক্রবার ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেফহোমের তত্ত্বাবধায়ক রোমানা আক্তার। থানায় দায়ের করা জিডির সূত্রে জানা যায়, রাত ১টায় সর্বশেষ গণনাতেও ঠিক ছিল হেফজতীদের সংখ্যা। কিন্তু শুক্রবার ভোরে বাবুর্চি ৫নং কক্ষের জানালার গ্রিল ভাঙ্গা দেখতে পেয়ে তত্ত্বাবধায়ক রোমানা আক্তারকে জানান।