১১ ডিসেম্বর, ২০১৯। কোভিড-১৯, এর উপস্থিতি তখনো বিশ্বকে ভাবাতে শুরু করেনি। ওয়াশিংটন ডিসির কনভেনশন সেন্টার, রুম নম্বর ৪৩৫৪ সাউথে ক্যানসার বায়োলজির (Cancer Biology) বিশেষ সেশন চলছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গবেষক এবং বিজ্ঞানীরা একত্র হয়েছেন।
ড. মৌমিতা আফসানা আফটারনুন–এর টি ব্রেকের পরে ওই কক্ষে একটু ঢুঁ মারল। যদিও আজকে তার কোনো প্রেজেন্টেশন নেই। ঢুকেই অবাক! পুরোপুরি ভরা, বসার কোনো জায়গা নেই! একদম পেছনের সারির ঠিক আগের বাঁ দিকের কর্নারে ওই তো একটা জায়গা খালি দেখা যাচ্ছে।
ইতিমধ্যে কানে বাজল প্রথম প্রেজেন্টারের নাম। ড. সামিন মাহমুদ, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, বলবেন ‘Cancer Cells and Enzymes’ এই বিষয়ে। মৌমিতা তার জায়গাটিতে বসে সামনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। দুচোখ আটকে আছে প্রেজেন্টারের দিকে। উনি কি সেই ‘সামিন মাহমুদ’? যিনি নিজেই একজন জলজ্যান্ত এনজাইম। ড. মৌমিতা আফসানার জীবনের একজন অন্যতম প্রভাবক!