কনকাশন সাব, কোহালিদের পাশে গাওস্কর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১১:০১

রবীন্দ্র জাডেজার বদলে কনকাশন সাব হিসেবে যুজবেন্দ্র চহালের নামা ভাল ভাবে নেয়নি অস্ট্রেলিয়া। তবে কিংবদন্তি সুনীল গাওস্করের মতে ম্যাচ রেফারি যখন সম্মতি দিয়েছেন, তখন কারোর আপত্তি থাকা উচিত নয়।

ভারতের প্রাক্তন ওপেনার গাওস্কর বলেন, “ম্যাচ রেফারি একজন অস্ট্রেলীয়, এবং প্রাক্তন ক্রিকেটার। জাডেজার বদলে চহালের খেলাতে তাঁর আপত্তি নেই। সাধারণত অলরাউন্ডারের বদলে অলরাউন্ডারই নেওয়া উচিত, এখানে বলা হতে পারে সেটা হয়নি। কিন্তু যে ব্যাট হাতে নামছে, সে ১ করুক বা ১০০, তাঁকে অলরাউন্ডার বলা যেতেই পারে। ম্যাচ রেফারির যখন আপত্তি নেই, তখন এত কথা কীসের?” গাওস্কর নিজে যদিও এই কনকাশন সাবের বিরোধী। তবে নিয়ম যখন রয়েছে এবং ভারত নিয়মের মধ্যে থেকেই কাজ করেছে, তখন কারোর আপত্তির মানে হয় না বলেই তাঁর মত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us