আগে নিজেদের আচরণ ঠিক করুন: ইউরোপকে জারিফ

ইনকিলাব প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস যে বক্তব্য দিয়েছেন তার কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানকে লেকচার দেয়ার আগে পরমাণু সমঝোতায় ইউরোপীয় পক্ষকে সর্বপ্রথমে তাদের নিজেদের ক্ষতিকর আচরণ পরিবর্তন করতে হবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানকে আবার আলোচনায় ফিরতে হবে। একই সঙ্গে তিনি ইরানের জাতীয় প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও কথা বলেছেন।

জার্মানির প্রভাবশালী দার স্পাইগেল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে হেইকো মাস অনেকটা আমেরিকার সুরে কথা বলেছেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে দেশটির কনভেনশনাল মিসাইল প্রোগ্রাম এবং মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়েও আলোচনা হতে হবে। গতকাল (শুক্রবার) তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

হেইকো মাস বলেন, “আগের চুক্তিতে ফিরে আসাই যথেষ্ট নয় বরং পরমাণু সমঝোতার পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন যা আমাদের স্বার্থ রক্ষা করবে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us