বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা স্থাপন করেছে চীন। চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পাঁচ তারকাযুক্ত লাল পতাকাটি বায়ুহীন চাঁদের পৃষ্ঠের ওপরে স্থাপন করা হয়েছে।যুক্তরাষ্ট্র ৫০ বছরের বেশি সময় আগে চাঁদে তাদের পতাকা স্থাপনের পর চীন এই সাফল্য পেল। খবর বিবিসির।বৃহস্পতিবার পাথরের নমুনা নিয়ে চন্দ্রপৃষ্ঠ ছাড়ার আগে মহাকাশযান চ্যাঙ্গি-৫ পতাকা স্থাপনের ছবিগুলো ক্যামেরাবন্দি করে।