কর্মস্থলে সবাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটান সহকর্মীদের সঙ্গে। যতটা সময় একজন মানুষ বাড়িতে কাটান, তার চেয়ে অনেক বেশি সময় তিনি অফিসে কাটান। প্রায় জীবনের এক তৃতীয়াংশ তাকে প্রতিদিন সহকর্মীদের সঙ্গে কাটাতে হয়। পরিবারের সব মানুষ, আত্মীয়স্বজন যেমন একরকম হন না,
সে রকমই অফিসের সব সহকর্মীও এক রকম হন না। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, তো কেউ পারলেও কিছু করেন না! কেউ প্রশংসায় পঞ্চমুখ হন, তো কেউ অন্যের পদন্নোতি একদম দেখতে পারেন না! এ রকমটা প্রায় সব অফিসেই হয়, তাই এ ঘটনা নতুন কিছু নয়। সমস্যা হয় তখন, যখন এটা নিজেদের সঙ্গে ঘটে।