চুক্তি হলে চার দেশের সঙ্গেই হবে: কাতার

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

উপসাগরীয় চার দেশের সঙ্গে প্রায় তিন বছর ধরে চলা কূটনৈতিক বিরোধ নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কাতার। তবে ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হচ্ছে এই বিষয়ে তেমন কিছুই জানায়নি দেশটি। খবর আল জাজিরার।

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছুটা আলাপ-আলোচনা হচ্ছে। আশা করি খুব দ্রুত কিছু একটা হবে।’ সমাধানের সময় নিদিষ্ট করে না বললেও আল থানি বলেছেন, ‘কোনো একটি নিদিষ্ট দেশের সঙ্গে চুক্তি হবে না। চুক্তি হলে চার দেশের সঙ্গেই হবে।’

বিরোধ মীমাংসাকে আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পারস্পারিক শ্রদ্ধা এবং উপসাগরীয় অঞ্চলের সব মানুষের অধিকারের ভিত্তিতে এই সংকটের অবসান হওয়া উচিত।’

সন্ত্রাসবাদের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে উল্লেখ করে গেল ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us