মিশরীয় সভ্যতা নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। প্রাচীন মিশরের সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে অন্যতম। এই সভ্যতা নিয়ে এমনকিছু চোখ ধাঁধানো তথ্য আছে যা অনেকেরই অজানা।
প্রাচীন মিশরের জনগণের মধ্যে মৃত্যুকেন্দ্রিক বেশ কিছু রীতিনীতি, সংস্কৃতি প্রগাঢ় রূপ ধারণ করেছিল। যে কারণে ক্ষমতাধর ফারাওরা পিরামিড এবং মন্দির নির্মাণের জন্য জনগণকে শ্রম দিতে বাধ্য করত। সবচেয়ে অবাক করা তথ্য হলো সেবদেরকে রাজার সঙ্গে সহমরণে যেতে হত।