খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের পুলিশ সদস্যের ছেলে অনুভব মন্ডল যশ (৫) হত্যার ঘটনায় চাচার পর মা তনুশ্রী মন্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে শিশু যশ হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলবার রাতে সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এর আগে সোমবার সকালে পুলিশ যশের চাচা অনুপকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।