ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। তিনি বলেন, যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করবো। আমার ভাগ্য ভেনিজুয়েলার জনগণের হাতে।
নিকোলাস মাদুরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া ভাষণে এসব কথা বলেছেন এবং রুশ বার্তাসংস্থা স্পুৎনিক আজ বুধবার তার এ বক্তব্য তুলে ধরেছে। আগামী রবিবার ভেনিজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০৭টি রাজনৈতিক দল ও এসোসিয়েশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিরোধী গুরুত্বপূর্ণ নেতা হুয়ান গুয়াইডো নির্বাচন বয়কট করেছেন তবে বহুসংখ্যক বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি গুয়াইডোর নিজের রাজনৈতিক জোটের বেশকিছ সদস্য এ নির্বাচনে অংশ নেবেন।