ফেনীতে ১১ মাসে ৫১ ধর্ষণ মামলা, নির্যাতনের শিকার ১১৪ জন
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ০৯:০১
ফেনীতে চলতি বছরের গত ১১ মাসে ১১৪ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। যা গত বছরের তুলনায় তিনগুণের বেশি। জেলা পুলিশ সুপার কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে গত ২৪ নভেম্বর পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালে ১১৪ নারী ও শিশুর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে জানুয়ারি মাসে ১১, ফেব্রুয়ারিতে ৫, মার্চে ১২, এপ্রিলে ৪, মে মাসে ৮ জন, জুনে ৭, জুলাইয়ে ১০, আগস্টে ১৩, সেপ্টেম্বরে ৯, অক্টোবরে ২২ ও নভেম্বর মাসে ১৩ জন নমুনা দিয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩, সোনাগাজীতে ২২, দাগনভূঞায় ৮, ছাগলনাইয়ায় ১৫, পরশুরামে ৫, ফুলগাজীতে ১১ জন রয়েছেন। এছাড়া আদালতে অভিযোগ করে নমুনা দিয়েছেন ৭ জন। পিবিআইতে অভিযোগ করে নমুনা দিয়েছেন একজন নমুনা দিয়েছেন।