বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ১০১০ কিলোমিটার পাড়ি দিল সেনাবাহিনীর সাইক্লিস্ট দল

এনটিভি প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর ফ্ল্যাগ ইন কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলীন করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই পথ পাড়ি দিতে তারা সময় নিয়েছে ২৩ দিন।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্টে এসে পৌঁছায় সাইক্লিস্ট দলটি।

এ সময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা সদস্যরা তাদের অভিনন্দন জানায়। সাইক্লিং এক্সপেডিশনে অংশগ্রহণকারীরাও কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us