বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ১০১০ কিলোমিটার পাড়ি দিল সেনাবাহিনীর সাইক্লিস্ট দল
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর ফ্ল্যাগ ইন কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলীন করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই পথ পাড়ি দিতে তারা সময় নিয়েছে ২৩ দিন।
এ সময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা সদস্যরা তাদের অভিনন্দন জানায়। সাইক্লিং এক্সপেডিশনে অংশগ্রহণকারীরাও কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।