প্লাস্টিক ব্যবহার করা কোম্পানির বিষয়ে কড়া হচ্ছে চীন
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১২:৪৫
রেস্তোরাঁ, ই-কমার্স প্ল্যাটফর্মে এখন পণ্য সরবরাহের অন্যতম প্যাকেজিং ব্যবস্থা হলো প্লাস্টিক। তবে এই ব্যবহার বহুদিন ধরেই কমিয়ে আনতে চাইছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা খুচরা বিক্রেতাদের প্লাস্টিকের ব্যবহারের রিপোর্ট দেওয়ার জন্য একটি দেশব্যাপী ব্যবস্থা তৈরি করেছে।
রেস্তোরাঁ, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সরবরাহ পরিষেবাগুলোকে প্রতিবেদন দিতে হবে যে তারা কী পরিমাণ একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।