চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় পুলিশের বিট স্কুল
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১১:২৬
কেউ ভিক্ষা করে। আবার কেউ করে ফুল বিক্রি আর পেপার। কেউ কেউ করে চুরি-ছিনতাই। থাকে রাস্তা অথবা রেলওয়ের পড়ে থাকা কোনো খালি বগিতে। অনেকেই থাকে রেলওয়ের ফ্লাটফর্মে। যাদের বয়স ৫-১০ বছরের মধ্যে। বেশিরভাগেরই কোনো পরিচয় নেই।
সবাই তাদের পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশু বলে জানে। এ সব শিশুদের স্বশিক্ষিত করতে, তাদের স্বপ্নগুলোকে আলোর পথ দেখাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার কয়েকজন পুলিশ সদস্য নিয়েছেন এক অনন্য উদ্যোগ। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলেছে।