দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে ইরানের আটক অর্থ ফেরত দিতে হবে: তেহরান
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:০১
দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ অবিলম্বে ফেরত দিতে সিউলের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মুজতবা জুন্নুরি এ আহ্বান জানিয়েছেন।
বিগত বছরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছ থেকে তেলসহ অন্যান্য পণ্য আমদানি করে তার অর্থ পরিশোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া। দেশটিতে ইরানের শত শত কোটি ডলারের অর্থ আটকা পড়েছে।