পাওনা টাকার জন্য হাটহাজারীতে যুবক খুন

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০

চট্টগ্রামের হাটহাজারীতে পাওনা টাকার জন্য এক সিএনজি চালক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার পর পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। উপজেলার মদুনাঘাটস্থ গোল আমগাছতল এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। পরিত্যক্ত পুকুরে পাওয়া চান্দগাঁও গোলাফের দোকান সোনার পিতার বাড়ির নিহত মো. শরীফ (২২) কে খুনের আগে ডেকে নেয়ার অভিযোগে মামলার প্রধান আসামি মো. রাকিবকে গ্রেপ্তার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা, মদুনাঘাট তদন্ত কেন্দ্রের আইসি জাব্বারুল ইসলাম মানবজমিনকে বলেন, পাওনা টাকা না পেয়ে ওই সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যার পর পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃত ঐ আসামি। সে চান্দগাঁও থানার পাঠানপাড়া গণি কোম্পানির বাড়ির মৃত মো. নাছিরের ছেলে। ঘটনার পর থেকেই আমরা আসামি ধরতে মাঠে কাজ করে যাচ্ছি। সে শরীফ হত্যাকাণ্ডের মূল হোতা। তাকে হাটহাজারী থানার মাধ্যমে আদালতে পাঠিয়ে দেয়া হবে।উল্লেখ্য, গত ২৪শে নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকিব নামে এক কিশোর তাকে ডেকে নিয়ে যায়। পরদিন উপজেলার মদুনাঘাটস্থ গোল আমগাছতল এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ। ঐদিনই নিহতের মা রাকিবসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us