দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সমুদ্র সৈকতে দেখা মিলেছে বিষাক্ত নীল ড্রাগনের। যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাসিন্দা মারিয়া ওয়েজেন সম্প্রতি একাই কেপটাউনের সৈকতে ঘুরতে বের হয়েছিলেন। সৈকতে হাঁটতে হাঁটতে আচমকা বালির ওপর নীল রঙের কিছু অদ্ভুতদর্শন ছোট ছোট প্রাণীগুলো দেখে চমকে যান তিনি।
অন্যান্য দিনে এসব স্টারফিশসহ বিভিন্ন ছোট ছোট প্রাণীকে সৈকতে পড়ে থাকতে দেখলে ফের সমুদ্রের জলে ছেড়ে দিতেন। মারিয়া ওয়েজেন বলেন, প্রথমবার দেখা অচেনা এই প্রাণীকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। একাধিক ছবি তুলে রাখি। পরে সেগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পাশাপাশি ওই অদ্ভুতদর্শন সামুদ্রিক প্রাণীটিকে নিয়ে গবেষণা করতে শুরু করি।