কোভিশিল্ড'-এর ট্রায়ালের অংশগ্রহণকারীর বিরুদ্ধে এ বার ১০০ কোটি টাকার জবাবি মানহানির মামলা দায়ের করল পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ওই ব্যক্তি সম্প্রতি অভিযোগ করেছিলেন, সিরাম যে সম্ভাব্য করোনা-প্রতিষেধক নিয়ে গবেষণা করছে, তার একটি ডোজ নিতেই 'ভার্চুয়াল নিউরোলজিকাল ব্রেকডাউন' হয় তাঁর।
রবিবার সন্ধেয় এক সর্বভারতীয় খবরের চ্যানেলকে রীতিমতো বিবৃতি দিয়ে পুনের ওই সংস্থা জানায়, তারা অভিযোগকারীর বর্তমান স্বাস্থ্যের কথা শুনে দুঃখিত হলেও এটি বলে দিতে চায় যে 'ওই ভ্যাকসিনের ট্রায়ালের সঙ্গে ওই অংশগ্রহণকারীর এমন দশার কোনও সম্পর্ক নেই।' সিরামের দাবি, 'সম্পূর্ণ অসাধু উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে।'