কাজ পাবে বন্যায় আক্রান্ত ১০ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ০৯:০০

২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ঢেউটিন ও ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। ভেঙে পড়া বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তা ও এইচবিবি রাস্তা মেরামত ও পুনর্নির্মাণ করা হবে। সেচ ও ড্রেনেজ অবকাঠামো, কালভার্ট স্থাপনা, পল্লী সড়ক নির্মাণ ও মেরামত করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ১০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চলেছে সরকার। বন্যা পুনর্বাসনে সরকারের নেওয়া আগাম কর্মপরিকল্পনা বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে এবার হাওরে আগাম বন্যা ও উত্তরাঞ্চলে দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সীমাহীন দুর্ভোগ কাটিয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। বন্যাকবলিত ৩২টি জেলায় ঘরবাড়ি ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। লক্ষাধিক মানুষ হয়েছে কর্মহীন। আর তাদের জন্য কৃষি প্রণোদনাসহ নানা পদ্ধতিতে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us