ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে পৃথক নীতিমালা প্রণয়নের আহ্বান
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২২:০৩
কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের বিকাশের লক্ষ্যে পৃথক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (২৯ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিল্পনীতির সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব আহ্বান জানানো হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করেনএসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান।