মানুষের ত্বকের মতোই শক্তিশালী, স্থিতিস্থাপক ও স্পর্শকাতর একধরনের উপাদান তৈরি করেছেন গবেষকেরা। এ উপাদান রিয়েল টাইমে জৈবিক তথ্য সরবরাহ করতে পারে। একে তাঁরা বলছেন ইলেকট্রনিক স্কিন বা ই-স্কিন। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।