অমিতের প্রস্তাব মানা হবে কি না, তা নিয়ে আজ বৈঠকে কৃষকরা
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১১:১৬
কৃষক বিক্ষোভ নিয়ে জট অব্যাহত। শনিবার কৃষকদের সামনে শর্ত সাপেক্ষে আলোচনার যে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রেখেছেন, তা ভাল ভাবে দেখছেন না বিক্ষুব্ধরা। অমিতের ‘শর্ত সাপেক্ষে’ আলোচনায় বসার এই প্রস্তাবে তাঁরা আদৌ সাড়া দেবেন কি না তা নিয়ে আজ, রবিবার বৈঠকে বসতে চলেছেন কৃষকরা। তার পরই অমিতের প্রস্তাব মতো কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা নিয়ে বিক্ষুব্ধ কৃষকেরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন।
নরেন্দ্র মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। কৃষকেরা ‘লং মার্চ’ করে জড়ো হয়েছেন পঞ্জাব-হরিয়ানা সীমানায়। কৃষকদের একটি দল রাজধানীতে ঢুকে পড়েছেন। কিন্তু রাজধানীতে বিক্ষোভের অনুমতি মেলেনি। কৃষকদের হঠাতে জলকামানও ব্যবহার করেছে পুলিশ। কিন্তু তাতেও দমানো যায়নি বিক্ষুব্ধ কৃষকদের। কৃষকেরা জাতীয় সড়কের বহু জায়গায় ট্র্যাক্টর-ট্রলির উপর বসবাস করছেন। টানা চার দিন ধরে এই পরিস্থিতি চলছে।