গেজেটে নাম নেই ধামরাইয়ের ৫৯ বীর মুক্তিযোদ্ধার, বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৮:৩১
ঢাকার ধামরাই উপজেলার ৫৯ জন প্রকৃত বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা গেজেটে না উঠার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। আজ শনিবার ধামরাই বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
তাদের দাবি, সরকার নির্ধারিত মন্ত্রালয় থেকে দুইটি যাচাই-বাছাই কমিটিতে প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ার পরও ৫৯ জনের নাম গেজেটে উঠেনি। ফলে তাঁরা ভাতা সুবিধাসহ অন্যান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।