এখন থেকে বিশেষ ধরনের হেলমেট ছাড়া বাইক চালালেই শাস্তির মুখে পড়তে হবে বলে নির্দেশনা জারি করেছে ভারতের সড়ক পরিবহন মন্ত্রণালয়। বাইক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতেই এবার হেলমেটের গুণগতমানের উপর জের দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
‘হেলমেট ফর রাইডারস অফ টু হুইলারস মোটর ভেহিক্যালস (কোয়ালিটি কন্ট্রোল) অর্ডার, ২০২০’ শীর্ষক নতুন নির্দেশিকায় ভারতের সড়ক ও পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস (বিআইএস) সার্টিফায়েড ছাড়া অন্য কোনও ধরনের হেলমেট দেশে তৈরি বা বিক্রি যাবে না।