নাইজেরিয়া থেকে ক্যামেরুন যাওয়ার পথে পণ্যবাহী জাহাজ থেকে ১০ নাবিককে অপহরণ করেছেন নাইজেরিয়ার জলদস্যুরা। এর মধ্যে ৪ জন ভারতীয় নাবিক রয়েছেন বলেও দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়া থেকে ক্যামেরুন যাচ্ছিল পণ্যবাহী ‘মিলান’ নামের জাহাজটি।
গত ২৫ নভেম্বর সেটিতে হামলা চালায় জলদস্যুরা। অপহরণ করা হয় ১০ জন নাবিককে। বলা হয়, ব্রাস ওয়েল টার্মিনাল থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে নাইজেরিয়ার বায়েলসা প্রদেশের কাছে জাহাজটির ওপর আচমকা হামলা চালায় জলদস্যুরা। বন্দুক দেখিয়ে জাহাজের ১০ নাবিককে তুলে নিয়ে যায় তারা।