অবশই রিটার্ন জমা দিতে হবে। তিন ধরনের কার্যক্রমের জন্য টিআইএন নেওয়া হলেও রিটার্ন না দিলে চলে। যেমন: জমি বিক্রি এবং ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য টিআইএন নেওয়া হয়েছে। কিন্তু করযোগ্য আয় নেই। তাহলে রিটার্ন দিতে হবে না।
আবার বাংলাদেশে ফিক্সড বেজ নেই—এমন অনাবাসীদের রিটার্ন না দিলেও চলে। টিআইএন থাকার পরও রিটার্ন না দিলে জরিমানা, অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপ করার বিধান আছে।