করোনাভাইরাসের কারণে সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার অভ্যাস গড়ে উঠেছে দর্শকের মাঝে। তাই পুরো বিশ্বের সিনেমার মান সম্পর্কেও ধারণা হয়েছে। তাই টিকে থাকতে হলে ভারতীয় ছবির মানও আরও ভালো করতে হবে বলে মনে করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য। বিশেষ করে ফর্মুলেটিক ছবিগুলো। ওটিটি প্ল্যাটফর্মকে ধন্যবাদ দর্শকদেরকে পুরো বিশ্বের মানসম্মত সিনেমা দেখার সুযোগ করে দেয়ার জন্য। আশা করছি নির্মাতারা কিছু শিখতে পেরেছেন।’