দেখে নিন কোন এলাকায় আজ বন্ধ থাকবে টালার জল পরিষেবা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১২:৩২

জল সরবরাহের পাইপ ফেটেছিল সপ্তাহের শুরুতে। সেই পাইপ পাকাপাকিভাবে সারানো হবে। সেই কারণে টালা পাম্পিং স্টেশন থেকে উত্তর এবং মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় শনিবার দুপুর থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকালে ওই সব এলাকায় পরিষেবা স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

এ সপ্তাহের শুরুতে উত্তর কলকাতার নীলমণি মিত্র রো-তে ফেটেছিল ৬০ ইঞ্চি ব্যাসের ওই পাইপটি। সেটিই সারানো হবে আজ। পুরসভার তরফে জানানো হয়েছে, মহম্মদ আলি পার্ক, আরএসএম স্কোয়্যার, অকল্যান্ড স্কোয়্যার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, চাউলপট্টি, কনভেন্ট পার্ক এলাকায় দুপুর থেকে যাবে না টালা ট্যাঙ্কের জল। এই সব এলাকার বরো-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭-এর ৬৬,৬৭,৬৮,৬৯,৭০,৭১,৭২, ৭৩,৭৪ ওয়ার্ড এবং ৮৩,৮৪,৮৫,৮৬,৮৭,৮৮,৯০,৯১ ওয়ার্ডের বাসিন্দারা আজ দুপুর থেকে জল পাবেন না।সল্টলেক এবং দক্ষিণ দমদম পুরসভা এলাকাতেও শনিবার সকালের পর থেকে বন্ধ থাকবে পরিষেবা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us