কভিড-১৯-এর কারণে বন্ধ থাকা ক্রীড়াঙ্গনে আবার সরব হতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের আয়োজন করেছে দক্ষিন আফ্রিকা। তবে নিজেদের মাটিতে প্রোটিয়াদের যাত্রাটা সুখের হয়নি। ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো’র ঝড়ো ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের পরাজয় বরণ করেছে। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টেম্বা বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলের সেরা দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি’র ব্যাটে ভর করে পাঁচ ওভারে ৫০ রানে পৌছে যায় স্বাগতিক দল। ২৩ বলে ৩০ রান করা ডি কক ক্রিস জর্ডানের শিকারে পরিণত হবার পর ৩৪ বলে পঞ্চাশ পূর্ন করা ডু প্লেসি ৪০ বলে ৫৮ রান করে থেমে যান স্যাম কারানের বলে।
ফন ডার ডাসেন তিন ছক্কায় ৩৭ রান জমা দেন।
শেষ দিকে হাইনরিখ ক্লাসেন (১২ বলে ২০) ও অভিষিক্ত জর্জ লিন্ডের (৬ বলে ১২) ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।