প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে অনলাইনে ফেসবুক তৈরি করেছে আরেক দুনিয়া। যার প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। মানুষের মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা দূর করে তৈরি করছে জৈবিক রোবটে। তাই মানুষের কাছে এখন সবচেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে একটু ছোঁয়া, একটু স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্প নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চে এনেছে কহে ফেসবুক নামের একটি নাটক।
মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটকটি আজ শনিবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় দেখা যাবে। আরণ্যক নাট্যদলের ৬২তম এই প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন কামরুল হাসান, আরিফ হোসেন, জোবায়ের জাহিদ, রুবলী চৌধুরী, সুরভী রায় প্রমুখ।