কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নির্যাতন, ফ্রান্সে ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ২০:২৬
পুলিশি নির্যাতনের শিকার হয়ে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। এবার ফ্রান্সেও পুলিশি নির্যাতনে শিকার হলেন এক কৃষ্ণাঙ্গ। শারীরিক নির্যাতন ছাড়াও তার উপরে টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। সম্প্রতি এই ঘটনার ভিডিও প্রকাশ পাবার পর দেশটির রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে জনগণ। পুলিশি নির্যাতনের এই ঘটনা এমন সময় সামনে এল যখন পুলিশের ভিডিও ধারণ করা যাবে না বলে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সরকার এক বিল পাশ করছে।
দেশটির নাগরিক সমাজ ও সাংবাদিকদের দাবি, এ বিলের ফলে পুলিশের নিষ্ঠুরতা প্রকাশ্যে আসবে না, যাতে তারা শাস্তির আওতার বাইরে থেকে যাবে।
বৃহস্পতিবার ফরাসি একটি নিউজ সাইটে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশি নিষ্ঠুরতার শিকার ওই ব্যক্তি মাইকেল বলে জানা গেছে। পেশায় তিনি একজন সংগীত প্রযোজক।