বন্যহাতির বাড়ি দখল: নভেম্বরেই হত্যা তিনটি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ০৯:০০

এশিয়ান বন্যহাতি বাংলাদেশের গর্ব। কিন্তু, বন লুটের কারণে সে গর্ব এখন ধ্বংসের মুখে। রোহিঙ্গাদের এদেশে মানবিক কারণে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যতটা প্রশংসা এসেছে বাস্তব অর্থে মাঠে এর প্রতিক্রিয়া হয়েছে ভয়াবহ বেশি। যে অভয়াশ্রমে থাকতো বন্য হাতির দল, যেখানে খাবার সংগ্রহ করতো-রোহিঙ্গাদের কারণে সেই পথগুলো এখন পুরোটাই দখল হয়ে গেছে। হাতির চলার করিডোরে রোহিঙ্গারা করেছে বাড়ি, সুযোগ বুঝে স্থানীয়রাও দখল করেছে অনেক বনাঞ্চল।

ফলে গত তিন বছরে উদ্বাস্তু রোহিঙ্গাদের জায়গা দিতে গিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে এদেশের বন্যহাতির দল। দখল হয়ে গেছে তাদের বাড়ি ও চলার পথ। এমনকি এখন সরকার সেই হাতি চলাচলের করিডোরের ওপরে করছে রেললাইন নির্মাণের কাজ। শুধুমাত্র কক্সবাজারেই গত দুই বছরে অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে ১৩টি বন্যহাতি। এর মধ্যে ৩টি এই নভেম্বরেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us