দরজা ভেঙে উদ্ধার করা হলো কলেজছাত্রীর লাশ

সমকাল প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২০:৫৬

নাটোরে মৌমিতা খাতুন (২৪) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বড়াগাছা এলাকার মৃদুলা ছাত্রীনিবাসের তিন তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৌমিতা জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়াশ গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে। তিনি বড়াইগ্রামের বনপাড়া ফজিলাতুননেসা মুজিব অনার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। মৃদুলা ছাত্রী নিবাসে থেকে তিনি পড়াশুনা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা মৌমিতাকে দেখতে না পেয়ে দুপুরের দিকে তার কক্ষের সামনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পায়। কৌতুহলবশত তারা দরজার ফুটোয় চোখ রেখে মৌমিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় ছাত্রীরা নিবাসের মালিককে বিষয়টি জানায়। এরপর ঘটনাটি পুলিশকে জানানোর হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us