নিউজিল্যান্ডের দ্বীপপুঞ্জের সৈকতে আটকে ১০০ তিমির মৃত্যু

সংবাদ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২১:০১

এবার নিউজিল্যান্ডের প্রত্যন্ত চাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে পড়ে মারা গেছে ১০০ পাইলট তিমি। প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রোববার এ ঘটনা সম্পর্কে তাঁরা জানতে পারেন। এর পরই চাথাম দ্বীপপুঞ্জে হাজির হন তাঁরা।

নিউজিল্যান্ডের ৫০০ মাইল পশ্চিমে এ দ্বীপপুঞ্জের অবস্থান। সেখানকার ওয়েইটাঙ্গি পশ্চিম সৈকতে তিমিগুলো আটকে পড়ে। মোট ৯৭টি পাইলট তিমি এবং তিনটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

ওয়েইটাঙ্গির সৈকতটিতে পৌঁছে অল্পসংখ্যক তিমিকে জীবিত অবস্থায় পান তাঁরা। তিমিগুলোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাইলট তিমি হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত একটি সামুদ্রিক প্রাণী। এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us