গৃহস্থালির বিভিন্ন কাজের পাশাপাশি অনেক রোগের ঘরোয়া টোটকা কর্পূর। গলা ব্যথা সারানো থেকে শুরু করে পিঁপড়া, ছারপোকা ও মশা তাড়ানো সবকিছুতেই সস্তি দেবে এই কর্পূর। বাজারে দুই ধরণের কর্পূর পাওয়া যায়। একটি কর্পূর গুল্ম থেকে আর অন্যটি কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর এই কর্পূর ব্যবহার করে ঘর থেকে ছারপোকা ও মশা দূর করতে পারেন।
চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে কর্পূরের সাহায্যে ছারপোকা ও মশা তাড়াবেন সে সম্পর্কে- বিছানার তোষক, ম্যাট্রেস, চাদর ঘণ্টাখানেক রোদে দেয়ার পর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি রেখে দিন। বন্ধ হবে ছারপোকার উপদ্রব।