অতিমারির রূপ নিয়েছে নারী-শিশুর বিরুদ্ধে হিংসা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ০৫:২৯

মহিলাদের বিরুদ্ধে হিংসা থামানোর লক্ষ্যে উৎসর্গীকৃত আজকের এই দিনটি। সেই ২৫ নভেম্বরেই অত্যন্ত উদ্বেগজনক একটি বার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। বললেন, ‘‘এক বছর ধরে অতিমারির ছায়া আমাদের পৃথিবী ঢেকে রেখেছে। কিন্তু আর এক পরোক্ষ অতিমারিও আমাদের ক্রমশ আচ্ছন্ন করে ফেলছে। সেই অতিমারি নারী ও শিশুদের বিরুদ্ধে বেড়ে চলা হিংসার। সারা পৃথিবী জুড়ে এই ব্যাধির প্রকোপ বাড়ছে। আপৎকালীন ভিত্তিতে এই রোগের মোকাবিলা করতে হবে।’’

কোভিড অতিমারির জেরে পৃথিবীজোড়া লকডাউন, ঘরে বসে কাজ এবং বেকারত্বে জর্জরিত সারা পৃথিবীর এক বিশাল অং‌শের মানুষ। রোজগার নিয়ে নিরাপত্তাহীনতা এবং পাল্টে যাওয়া পারিবারিক সমীকরণে পাল্লা দিয়ে বেড়েছে ঘরোয়া হিংসাও। এর আগেও রাষ্ট্রপুঞ্জের করা একাধিক সমীক্ষায় এই ভয়ের ছবি উঠে এসেছিল। যার অনুরণন শোনা গেল আজ মহাসচিবের বক্তব্যে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us