যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন স্ত্রী। আপসে নিষ্পত্তি হয়েছে তা। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার হয়েছে এমন ৪৭টি মামলার রায়। মামলা আপসে নিষ্পতি হওয়ায় আসামিদের খালাস দিয়েছেন বিচারক মো. জাকির হোসেন। রায় শেষে আদালত থেকে মিলেমিশে বাড়ি ফিরেছে ৪৭ দম্পতি।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় বলেন, এ রায় একটি নজির। আদালত নিজে সংশ্নিষ্ট আইনজীবীদের সহায়তায় এ মামলাগুলো আপসে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে চলাসহ বিভিন্ন শর্তে মামলাগুলো আপসে নিষ্পত্তি করেছেন আদালত। সংসারে বিভিন্নভাবে স্বামীর নির্যাতনের শিকার হয়ে নারীরা আদালতে এসব মামলা করেছিলেন। স্বামী-স্ত্রীর ঝগড়া, ক্ষোভ, মান-অভিমানসহ তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও স্বামীর পরিবারের অন্যদের জড়িয়ে যৌতুক দাবির অভিযোগে মামলাগুলো হয়। আদালতের ব্যতিক্রমী এ রায় সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে।