ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমের আমন ধান কাটা শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতসহ নিম্ন এলাকায় বন্যা হওয়ার পর এ মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে যে দিকে চোখ যায় শুধু পাকা ধান আর পাকা ধান। চলছে ধান কাটা। আমন ধানকে ঘিরে কৃষকরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজে এখন ব্যস্ত সময় করছেন। তবে এ মৌসুমে ধানের ফলন ভালো ও বাজারে বিক্রিতে ধানের ভালো দাম থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়, আমন মৌসূমে পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হয়েছে।