নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে স্থানীয় ব্যক্তিদের গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, উপজেলার জয়নগর ইউনিয়নের কয়েকটি বাড়িতে ডাকাতি শেষে পার্শ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালাচ্ছিলেন একদল ব্যক্তি। এত রাতে এই পথ ধরে তাঁদের চলাচল ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজন পাহারাদারের চিৎকারে আশপাশের শতাধিক মানুষ জড়ো হয়ে যান। তাঁদের তিনজনকে ঘিরে ধরা হয়।