ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম নিয়ে রিট সরাসরি খারিজ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৩:১৫
আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অনুসারে ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।