রাঙামাটির লংগদু উপজেলার ডানের আঠারকছড়া করল্যাছড়ি এলাকায় আর্যগিরি বনবিহারে দু'দিনব্যাপী তৃতীয় দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার আর্যগিরি বনবিহার প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভায় তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুণা বন্ধন মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান বারেক সরকার। ধর্ম দেশনা দেন করুণা কুঠিরের অধ্যক্ষ কণ্টক মহাস্থবির।
শত শত পুণ্যার্থী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিশাখা প্রবর্তিত ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা ও কাপড় তৈরি করা কঠিন চীবর উপস্থিত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।